জোব বলল, " এককালে ছিল। সরকারই সে সব অক্ষর পরিচয় ও অংকের বই ছেপেছিল। পরে সে সব বই ফুরিয়ে যাবার পর আর ছাপেনি। মহাকরণে পাঁচ-সাত বছর ধরে যাতায়াতের পরেও কোনো সুবিধে করতে পারেনি। তারপর বইয়ের আশা ছেড়ে দিয়ে শ্রুতি আর স্মৃতির উপর বত্রিশটি রাত-পাঠশাল চলছে।"
by রামকুমার মুখোপাধ্যায় | 20 June, 2021 | 1717 | Tags : sahomoner galpo sunday thoughts ramkumar mukhopadhyay